চলমান শীত মৌসুমে তাপমাত্রা উঠানামা করায় পঞ্চগড়ে কয়েকগুণ হাড়ে বেড়েছে শীতের তীব্রতা। এতে করে মাঘের শীতে জনজীবনে নেমে এসেছে জন দূর্ভোগ। বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। এ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আবারো পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ।
রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে ও চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই দিন সকাল ৬টায় পঞ্চগড় ও দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়া। তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হলেও দেখা মিলেছে সূর্যের। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস।
আবাহাওয়া অফিস বলছে, ২০১৯ সালের পর ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে তাপমাত্রা। এর আগে গত ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের ইতিহাসে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবাহওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ রোববার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও তা বিগত ৪ বছর পর ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com