পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত উজ্জ্বল দেবীগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ মাটিয়ার পাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চন্দনবাড়ী বাজারে বিদ্যুতের মেন লাইনের উপর উঠে ডিস লাইনের সংযোগের তার পার করছিলেন উজ্জ্বল। এসময় অসাবধানবশত বিদ্যুতের তারে হাত পড়লে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় সে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আয়েশা আক্তার/অননিউজ24