সীমান্ত নিরাপত্তায় প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। একই সাথে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হয়।
এসময় বক্তারা ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, ব্যাটালিয়নটি ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল এলাকায় কার্যক্রম শুরু করে। এরপর জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াল্লাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাঙ্গা ও ছোটহরিণায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যাটালিয়নটি পঞ্চগড়ে দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে ব্যাটালিয়নের ১৩৫ দশমিক ৫৯১ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপি ও ১টি আইসিপি দায়িত্ব পালন করছে।
বিজিবি জানায়, চলতি বছরে (২০২৫) ব্যাটালিয়নটি সীমান্ত এলাকা থেকে ১৬ জন আসামিসহ ১ কোটি ৭৯ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইন–শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে নিয়মিত সহায়তাও দিয়ে আসছে বিজিবি। বাংলাবান্ধা আইসিপিতে প্রতি মঙ্গলবার ও শনিবার বিজিবি–বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড আয়োজনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করছে।