পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ইতি আক্তার (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউপির চামেশ্বরী গ্রামে তাকে আটক করা হয়। আটক ইতি চামেশ্বরী গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আটোয়ারী থানার এসআই সম্রাটের নেতৃত্বে একটি টিম বলরামপুর ইউপির চামেশ্বরী গ্রামের আসামি রুহুলের বশত বাড়ীতে অভিযান চালিয়ে রুহুলের স্ত্রী ইতি আক্তারকে ১০ পিস ইয়াবা ও ৫০ গাঁজা সহ আটক করা হয়। এর আগে তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার কৃত ইয়াবা ও গাঁজার মূল্য আনুঃ ৫ হাজার টাকা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।