পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক থেকে পড়ে বাবলু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার ও কলেজ মোড় এলাকার মাঝামাঝিতে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত বাবলু মির্জাপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে ৷ পেশাষ তিনি একজন লোড-আনলোড শ্রমিক (লেবার)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরগঞ্জ বাজার ও কলেজ মোড় এলাকার মাঝামাঝি এলাকায় একটি সিমেন্টের বস্তা বোঝাই ট্রাক থেকে বস্তা নামাতে যায় বাবলু। একসময় সে ট্রাকের উপরে উঠে দড়ি খুলতে গিয়ে অসাবধানবসত পড়ে যায়। এতে নিচে থাকা একটি দেয়ালে মাথা লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে বাবলুর মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।