তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পাঁচ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জহুরুল ইসলাম এবং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুল আলম হালিম।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের আব্দুস সামাদ আজাদ, ২নং তোড়িয়া ইউনিয়ন পরিষদের মোহাম্মদ শাহ্, ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের মোজাক্কারুল আলম, ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের আবু জাহেদ ও ৬নং ধামোর ইউনিয়ন পরিষদের আবু তাহের দুলাল।
এসময় জেলা প্রশাসক নবনির্বাচিত জনপ্রতিনিধিগণকে তৃণমুলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে জেলা প্রশাসক নবনির্বাচিত সকল চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম প্রমূখ।