পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অলিদা (৬৫) নামের এক বৃদ্ধার গলায় ফাঁস লাগা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়নগছ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত অলিদা নামে ওই বৃদ্ধা একই গ্রামের মৃত গিয়াস উদ্দীনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক প্রতিবেশী বিকেলে ওই বৃদ্ধার বাড়িতে গেলে কাউকে দেখতে না পেয়ে ঘরে যায়। এসময় ঘরের স্বরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগা মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে স্থানীয়দরা থানা পুলিশকে খবর দেয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।