পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আনোয়ার খানন আনু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুরে ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে এ দুঘটনাটি ঘটে। জানা যায়, নিহত আনোয়ারা খানম আনু তেঁতুলিয়া উপজেলার শালহান বাজার এলাকার জহির রায়হানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ জানায়, সকাল শালবাহানের বাড়ি থেকে স্বামীসহ মোটর সাইকেল যোগে দিনাজপুরের যাবার পথে ভজনপুরের কলেজ গেটের সামনে কুকুরের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা ওই নারী মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এতে মাথায় আঘাত পেলে স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোটরসাইকেল থেকে পড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।