পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আসা মনিষা (৩৭) নামে এক ভারতীয় নারীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধায় বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হয় তার।
জানা যায়, মনিষা নামে ওই নারী ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার বাসিন্দা। করোনা শনাক্তের পর নিজে সেচ্ছায় ফিরে গেছেন নিজ দেশ ভারতে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম বলেন, দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় প্রবেশ করে ওই নারী। এসময় ইমিগ্রেশন চেকপোস্টে তার এন্টিজেন পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। পরে তাকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।