পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সানোয়ার হোসেন (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ভারতীয় ৩৯ শত টাকার জাল রুপীসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরের পর বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের শেষে তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে হাজির করে হাজতে প্রেরণ করেন।
মঙ্গলবার (২৯ মার্চ) মামলা দায়ের পর দুপুরে তাকে হাজতে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার (২৮ মার্চ) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
জানা যায়, আটক ভারতীয় সানোয়ারের বাড়ি ভারতের আসাম রাজ্যের ঝাগড়াপাড়া এলাকায়। সে পেশায় একজন ট্রাক চালক।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহেরুল ইসলাম বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ট্রাক চালক সানোয়ারের বিরুদ্ধে পাচারের উদ্দ্যেশে জাল রুপী রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com