পঞ্চগড়ের বোদায় ৪০ পিচ ইয়াবাসহ যুবক আটক
ডিজার হোসেন বাদশা,পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবা বিক্রির সময় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ৪০ পিচ ইয়াবা টেবলেট জব্দ করা হয়। রোববার (৩ অক্টোবর) রাতে বোদা উপজেলার চন্দনবাড়ি বলরাম হাট বাজারের পাশ থেকে তাকে আটক করা হলেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্ররণ করা হয়। আটকৃত ইয়াবা বিক্রেতা জাহিদুল পাশ্ববর্তী জেলা ঠাকুরগাঁও এর বালিয়া বগুলাডাংগী এলাকার আঃ সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বোদা উপজেলার চন্দনবাড়ি বলরাম হাট বাজারের পাশে অভিনব কায়দায় প্যাকেটজাত করে ইয়াবা বিক্রি করছিলি জাহিদুল ও তার সহকর্মী জাহাঙ্গীর আলম। রোববার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে জাহিদুলকে আটক করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠাকুরগাঁও-এর রায়পুর এলাকার মৃত সিদ্দিক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) পালিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।