পঞ্চগড়ে বাজার তদারকি অভিযানে কাপড়ের গায়ে মুল্য বেশী লেখায় ২ প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযানে জানা যায়, দুপুরে পঞ্চগড় বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপড়ের গায়ে মুল্য বেশী করে লেখার দায়ে বিপণিবিতান ফ্যামিলি ফ্যাসনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় একই সময় পালকি ফ্যাসনকে ৫০০ টাকাসহ মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান শেষে সবাইকে সচেতন করা হয়।