পঞ্চগড়ে চিনিকলে অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা পাওয়ার দাবীতে বিক্ষোভ, মানববন্ধন
ডিজার হোসেন বাদশা
পঞ্চগড় চিনিকলে অবিলম্বে গ্র্যাচুইটির শতভাগ পাওনা টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারি ও কর্মকর্তারা।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকল গেটে পঞ্চগড় চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারি ও কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যােগে এ বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তারা।
এসময় বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারি ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি নাইবুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহসহ বিভিন্ন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, গত ২০১৭ সাল থেকে অবসরে যাওয়া ২৭৫ জন কর্মকর্তা কর্মচারির গ্র্যাচুইটির টাকা পাচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে মেয়ের বিয়ে দিতে পারছেন না। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না। অনেকেই অর্থাভাবে মৃত্যুবরণ করেছেন। অনেকেই আবার অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না।
বক্তারা অবসরোত্তর পরিশোধের দাবিতে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, ২৭৫ জন কর্মকর্তা কর্মচারির গ্র্যাচুইটির বাবদ ১১ কোটি ৬০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু বরাদ্দের অভাবে এ টাকা প্রদান করতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ। বেতন কমিশন ও মুজুরি কমিশনের এসব কর্মকর্তা কর্মচারির সবাই পাঁচ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির পাওনা রয়েছে।
এদিকে ২০১৯-২০২০ মৌসুম থেকে চিনিকলটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে গ্র্যাচুইটিসহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা না হলে শান্তিপূর্ণ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বলেন বক্তারা। এদিকে আগামী ৬ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৭ সেপ্টেম্বর একই স্থানে অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। একই সময় মানববন্ধন কর্মসূচী পালন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক (ডিসি) ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে তারা।
এসময় পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ জাহান মাফরুহা মানববন্ধনে এসে দুঃখ প্রকাশ করে বলেন, ২০১৭ সাল থেকে অবসরে যাওয়া ২৭৫ জন কর্মকর্তা কর্মচারির গ্র্যাচুইটি পাওনা রয়েছে। বাজেট বরাদ্দ না পাওয়ায় পরিশোধ করা যাচ্ছে না। বিষয়টি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যানকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে।