জ্বালানী তেল ও সারের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে শহরের লেচু তলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহসহ নেতা-কর্মীরা।