পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে মাহি (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামে নদীর পাশে থাকা একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করে পরিববারের সদস্যরা। মৃত শিশু মাহি একই এলাকার জাহিরুল ইসলামের ছেলে। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু মাহি বাড়ির বাইরে খেলতে যায়। এর পর বিকেল হওয়ার পরেও মাহি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের নদীর কাছে থাকা একটি ডোবায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ডোবার পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের নিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাঁছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।