পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে কুলসুম (৩) ও আল মইন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোদা উপজেলার বদেশ্বরী মাঝাপাড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মাঝাপাড়া গ্রামের কদম আলীর মেয়ে কুলসুম ও টেপরিগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেন এর ছেলে আল মইন।
জানা যায়, শিশু কুলছুম ও আল মইন দুজনে মিলে বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। একসময় বাড়ির সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকেরা তাদের দুইজনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে একপর্যায়ে কুলসুমের বাবা কদম আলী তাদের ২ জনকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এদিকে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের নেমে আসে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24