পঞ্চগড়ে পুকুর থেকে রোকেয়া (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতহাসনা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, নিহত রোকেয়ে একই এলাকার এরশাদ হোসেনের(৩৬) স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোতহাসনা গ্রামে বাড়ির শোয়ার ঘরের একেবারে পাশে পুকুরে ভোরে প্রতিবেশী এক নারী রোকেয়ার মৃতদেহ দেখতে পান। মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের ডাকে।
স্থানীয়দের খবরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এদিকে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় নিহতের স্বামী এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে নেয়া হয়েছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।