পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সরকারী অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এবং পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। এ উপলক্ষ্যে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম চত্বরে শেষ হয়। পরে প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বাবুল সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এবং পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান ।
বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলার শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সুভাস চন্দ্র রায়ের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, যুগ্ন সাধারন সম্পাদক করিম শিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু,কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটি ঘোষণার কথা রয়েছে।