পঞ্চগড় সদর উপজেলা ও বোদা উপজেলায় নিয়মিত অভিযানের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই আইসক্রিমের প্রতিষ্ঠান ও দুই সোয়াবিতন তেলের কারখানাকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর থেকে সন্ধা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহাকরী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা প্রশাসনের পক্ষে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল মাসুম কাওসার শেখ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেদা খানম লিজা।
ভোক্তা-অধিকার পঞ্চগড় কার্যালয়ের সহাকরী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পঞ্চগড় সদর উপজেলার কায়েতপাড়া এলাকায় নিজস্ব লেবেল ব্যবহার না করাসহ উৎপাদনের তারিখ না থাকায় এবং অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম উৎপাদন করায় মনি সুপার আইসক্রিমকে ৩ হাজার টাকা ও সাথী সুপার আইসক্রিমকে ৪ হাজারসহ ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের এ বিষয়ে সচেতন করা হয়।
এদিকে এনএসআই-এর খবরে জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে দুটি সয়াবিন তেল কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল মাসুম কাওসার শেখ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেদা খানম লিজা। এসময় সোয়াবিন তেলের বোতলে ওজনে কম দেওয়া ও বিএসটিআই আইন না মেনে কার্যক্রম পরিচালনা করায় তিন বোন এন্টার প্রাইজের মালিক আব্দুর রাজ্জাককে ২৫ হাজার এবং ভাই বোন এন্টার প্রাইজের মালিক ইউসুফ আলীকে ৩০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক।
একই সাথে সাতদিনের মধ্যে তাদের সয়াবিন তেলের কারখানা পরিচালনার প্রয়োনীয় কাগজ দাখিল করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হবে বলে জানা যায়।