পঞ্চগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলেক্ষ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা কমিটির আয়োজনে শহরের নজরুল পাঠাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানৃ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপঙ্কর রায়,অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি একে,এম ফজলে নুর,সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,পরস্পর সংস্থার পরিচালক আক্তারুন নাহার সাকীসহ বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।