পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১০ ব্যক্তিকে পৃথক ভাবে ৪ হাজার ৫'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চৌরাস্তা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ ব্যক্তিকে বিভিন্ন অংকে ৪ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করেন ইউএনও সোহাগ চন্দ্র সাহা। এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।