পঞ্চগড়ে তিন দিনের স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাষ্টার’ এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পঞ্চগড় জেলা পুলিশ এর সহযোগিতায় দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা পিপিএম স্কূল ভিত্তিক দাবা প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দাবা হচ্ছে বুদ্ধি ও যুদ্ধের খেলা। এ খেলার মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পাবে, ধৈর্য্য, সহনশীলতা বাড়বে। এই ক্ষুদে দাবারুদের তিনি চর্চায় মনোযোগী হওয়ার আহবান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, চিফ অরবিটর শফিক আহমেদসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দাবা প্রতিয়োগিতায় জেলার প্রাথমিক ও মাধ্যমিকের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ টি দলে ৮৮ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। তিন দিনের এই প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নিবে জাতীয় পর্যায়ে।