পঞ্চগড়ের বোদা উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার বোদা বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালন পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, বোদা বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করার সময় মেয়াদউত্তীর্ন পন্য রাখার দায়ে মেসার্স লেটেস্ট কসমেটিকস এর মালিককে ২ হাজর টাকা ও আমদানি কারক বিহীন বিদেশী পন্য রাখার দায়ে লিসা বিউটি পার্লারের মালিককে ২ হাজার টাকা জরিমানা সহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।