পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের মত পঞ্চগড়ের নিম্ন আয়ে পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য পৌচ্ছে দিতে কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।
শনিবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী রোববার (২০ মার্চ) থেকে পঞ্চগড়ের ৬৯ হাজার ৭৫ জন পরিবারকে ২ বার করে ভর্তুকি মুল্যে টিসিবি পণ্য দেয়া হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক প্রমূখ।