পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হওয়া এই ত্রি-বার্ষিক নির্বাচনে পুনরায় দায়িত্ব পেলেন এই দুই নেতা।
রোববার (২০ মার্চ) বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় চিনিকল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে সবার সম্মতিতে তাদের নাম ঘোষণা করেন। এসময় সহ-সভাপতি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নাম ঘোষণা করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করতে তাদের দায়িত্ব দেয়া হয়।
এর আগে সম্মেলন ঘিরে জেলার নেতা কর্মীদের মাঝে উচ্ছাস উদ্দিপনা লক্ষ্য করা গেছে । সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে তৃণমূলের নেতা কর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করে। প্রথম অধিবেশনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।