পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুরে মৃত্যুবরণ করে সে।
জানা যায়, নিহত পারভেজ একই ইউনিয়নের বন্দিভিটা গ্রামের আবু হাসানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ সহ কয়েকজন বন্ধু সাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় সরকারপাড়া এলাকায় পৌছালে পারভেজের সাইকেলের চেইন খুঁলে যায়। এসময় সাইকেলটি থামিয়ে চেইন লাগাতে গেলে শালবাহান বাজারগামী একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে শিশুটি গুরুত্বর আহত হয়।
দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে প্রেরণ করেন। এদিকে রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যা। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
আয়েশা আক্তার/অননিউজ24