তৃতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ পাঠ করান পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
নবনির্বাচিত চেয়ারম্যানগন হলেন, ১নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, ২নং হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, ৪নং কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, ৫নং চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, ৬নং সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ৭নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম, ৮নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, ৯নং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, ১০নং গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু।
অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।