চেয়ারে বসে রকিব, সুলতানা, ফারহানা, সজিবরা, তাদের মুখ জুড়ে সে কি আনন্দ! ইফতারের আগে তাদের হইহুল্লুড়ে মুখোরিত পরিবেশ। এ যেন জানান দিচ্ছে এটাই তো প্রকৃত সুখের আমেজ, পথে পথে দিন রাত কাটানো এই শিশুরা একটু আদর পেলে কত আনন্দ পায় তা চোখে না দেখলে বিশ্বাস করা কষ্টকর।
গরুর মাংসের বিরিয়ানি, শরবত, আলুর চপ,বেগুনি সজ্জিত প্লেট সামনে আসতেই তাদের আনন্দ হয়ে যায় দ্বিগুন। সুবিধাবঞ্চিত এসব পথশিশুদের নিয়ে ইফতার আয়োজন করে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি।
তাদের এমন মহতি আয়োজনে উপস্থিত ছিলেন নিউজবাংলা24 এর কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুসহ অন্যান্য সাংবাদিকরা এবং জিলা স্কুলের শিক্ষক নাসিমা হাসনা, অ্যাডভোকেট নিগার সুলতানা, ব্যাংকার মাহমুদা সুমি, শামিমা স্নিগ্ধা, রাজিব ও শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম, বৃক্ষপ্রেমী এই মানুষটা শিশুদের প্রচন্ড ভালোবাসেন। তার এমন আয়োজনে শিশুদের সাথে এমন স্বর্গীয় সময় পার করার সুযোগ পেয়ে উপস্থিত সকলে তার এ উদ্যেগের প্রশংসা করেন।