নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা মঙ্গলবার সন্ধ্যায় পথ শিশু ও অসহায় গরিব-দুঃখীদের নিয়ে ইফতার করেন।
প্রতিবারের মতো এবারও অসহায় গরিব-দুঃখীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত লিজা পাম্পে ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমুখ।
এফআর/অননিউজ