পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের দু’মামলায় বিএনপির ৮ নেতাকর্মীর আগাম জামিন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীতে পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দু’মামলায় বিএনপির ৮ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও রিচারপতি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। ছয় সপ্তাহ পর বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. এসএম হুমায়ুন কবির চৌধুরী। আগাম জামিন প্রাপ্তরা হলেন- ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা দলের সভাপতি খুরশিদ আলম ভূঞা, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও চরদরবেশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনাগাজী পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রাসেল হামিদী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মির্জা আবদুল্লাহ তানিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক মো. আলাউদ্দিন, কাতার প্রবাসী বিএনপি নেতা মোকাররম আলি চৌধুরী সাহাদ ও আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা হায়দার আলি মাসুদ।

উল্লেখ্য; গত ১৮ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী পদযাত্রা পালনকালে ফেনীতে বিএনপি, পুলিশ ও আ.লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী, ৮ পুলিশ সদস্য, ১৩জন সাংবাদিক ও কয়েকজন যুব-ছাত্রলীগের নেতাকর্মী আহত হন। উক্ত ঘটনায় ১৯ জুলাই ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে ফেনীন মডেল থানায় বিস্ফোরক আইন, ভাংচুর ও পুলিশের কর্তব্যরত কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই হাজার ৮৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০০-২০০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে মহাসমাবেশে যোগ দিতে ঢাকা গেলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ ৭০জন নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ