মেডিকেলে ভর্তির সুযোগ না পাওয়ায় রাজবাড়ীর পদ্মা নদীতে ঝাপ দিয়ে পিউ কর্মকার (২০) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পিউ কর্মকার রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের কৃষ্ণ কর্মকারের মেয়ে।
স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ করেই পিউ কর্মকার বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে রাজবাড়ী জেলা শহরের গোদার বাজার ঘাট এলাকায় যান এবং কাউকে কিছু না বলেই পদ্মা নদীতে ঝাপ দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, পিউ কর্মকারকে রাত ৮টা ২০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে পিউ কর্মকার তার লেখাপড়ার বিষয় নিয়ে বিশেষ করে মেডিকেল ও সম্মানে ভর্তি সংক্রান্ত হতাশা ব্যক্ত করেন। মেডিকেলের পর ঢাবি, রাবি, জাবিতে ভর্তির সুযোগ না পেয়ে সবশেষে গুচ্ছ ছিল তার শেষ ভরসা।