আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মাসেতু এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ করেছে পুলিশ।
হাকিমপুর থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে থানা চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর দৃড়তার ফসল হলো এই পদ্মাসেতু যা দেশের গর্ব। সকল ষড়যন্ত্র ও আশংকাকে মিথ্যা প্রমানিত করে পদ্মাসেতু নির্মানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় সেই সমাবেশ থেকে।
এতে হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম, হাকিমপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম, তদন্ত ওসি শরিফুল ইসলাম, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য গোলাম মোস্তফাসহ অনেকে।