মৌলভীবাজার বুধবার ৬ জুলাই মৌলভীবাজার জেলার পৌর জনমিলন কেন্দ্রে সদর পৌরসভা কর্তৃক পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পৌর এলাকার ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান ও নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইকরণ এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের পক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান।