পবিত্র রমজান মাসে কাবাঘরে ওমরাহ করতে আসা ওমরাহকারীদের ভিড় বেড়েছে বহুগুণ। হঠাৎ প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র তাপ থেকে মুক্তি মেলে ওমরাহকারীদের। এ সময় প্রবল বৃষ্টি তাদের মধ্যে তৈরি করেছে অন্য রকম অনুভূতি। অনাবিল প্রশান্তি ছুঁয়েছে সবার অন্তর।
গতকাল সোমবার (১০ এপ্রিল) মুষলধারে বৃষ্টি বর্ষিত হয় কাবা প্রাঙ্গণে। বৃষ্টিস্নাত দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ ও নামাজ আদায় করছেন। কাবাঘর স্পর্শ করে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছেন অনেকে। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।
করোনার সব বিধিনিষেধ তুলে নেওয়ায় গত দুই বছরের তুলনায় এ বছর পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ করতে এসেছেন।
সূত্র: আল আরাবিয়া
ফরহাদ/অননিউজ