সোনাগাজী (ফেনী)প্রতিনিধি।।
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুমা ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে ( শূন্য রেখায়) প্রতিবাদ সমাবেশ করা হয়। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাও. মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও হামিদিয়া জামে মসজিদের খতিব মাও. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আল ফারুক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এসএম বদরুদ্দোজা ও শেখ পাড়া জামে মসজিদের খতিব মাও. গিয়াস উদ্দিন আল জাবেরী।
এসকেডি/অননিউজ