গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এস পি কিশোর রায় এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানটি গত ২৪ নভেম্বর দিবাগত রাত ৯ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর বেতে পাড়া গ্রামস্থ জনৈক বাচ্চু মোল্লার মেসার্স মোল্লা হার্ডওয়ার এন্ড ওয়ার্কসপ এর পাশে অভিযানটি পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ১ টি ওয়ান শুটারগান ও ২ (দুই) রাউন্ড কার্তুজসহ উদ্ধার করে,
পরবর্তীতে উদ্ধারকৃত রিভলবার পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়ে।
আয়েশা আক্তার/অননিউজ24