পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা এটি।

রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে কারখানাটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি।

এ সময় উৎপাদন কার্যক্রমসহ প্রকল্পটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর কারখানা চত্ত্বরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

বর্তমানে দেশে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এ কারখানায় উৎপাদন হবে ২০ লাখ টন। এর মাধ্যমে ইউরিয়া সার আমদানিতে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বাংলাদেশের। এছাড়া কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে ঘোড়াশাল সার কারখানায়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ