পশুর নদীতে সার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ

অনলাইন ডেস্ক।।

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় পশুর নদীতে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটির নাম জাহজালাল এক্সপ্রেস-২।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় বন্দরের হারবাড়িয়ায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটিতে ৫০০ টন সার (এমওপি) ছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে থাকা নয়জন নাবিক নদীতে ছিটকে পড়ে গেলে পরে তাদের কোস্টগার্ড উদ্ধার করে।

ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়া-৯ এ অবস্থান করা লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি ভিটা অলেম্পিক’ থেকে সারবোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে আসছিল লাইটার জাহাজ শাহজালাল এক্সপ্রেস-২। পথিমধ্যে হারবাড়িয়া-৮ এ ক্লিংকার নিয়ে অবস্থান করা ‘সুপ্রিম ভ্যালর’ নামে বিদেশি একটি জাহাজটি টার্ন করার সময় জাহাজটিকে ধাক্কা দেয়। ওই সময় জাহাজটিতে থাকা নয়জন নাবিক নদীতে পড়ে যায়। পরে নদীতে ভাসতে থাকা নয়জনকে কোস্টগার্ড উদ্ধার করে। দুর্ঘটনার পর বন্দরের নৌ চ্যানেল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজটি গত ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ টন এমওপি সার নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙর সুন্দরীকোঠা-১ এলাকায় আসে।

আরো দেখুনঃ