পশ্চিমবঙ্গে বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

অনলাইন ডেস্ক।।

পশ্চিমবঙ্গে বীরভূমের মল্লারপুরে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত আট নারী যাত্রীসহ নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানাচ্ছেন, চালকসহ মৃতরা সকলেই অটোরিক্সার যাত্রী। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার পুলিশ। ঠিক কী কারণে দুর্ঘটনা তার তদন্তও শুরু করেছে পুলিশ।

জানা গেছে, একটি অটোতে করে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন নয় জন। সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। তার সঙ্গেই ধাক্কা লাগে অটোর। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অটোর সকল যাত্রী।

পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় অটোচালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরো দেখুনঃ