পাঁচবিবিকে দেড় হাজার পরিবার পেলেন পুঁজা সামগ্রী

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাঁচবিবি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের মাঝে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের পক্ষ থেকে নারিকেল, চিনি ও শাড়ী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে প্রায় দেড় হাজার গরিব অসহায় পরিবারের মাঝে এসব পুঁজা সামগ্রী বিতরণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের হোসেন স্বপনসহ অনেকেই।

শামীম হোসেন মন্ডল বলেন:
“দুর্গাপূজা আমাদের বড় উৎসবগুলোর একটি। এই উৎসবকে ঘিরে সবাই যাতে আনন্দ-উৎসবে শামিল হতে পারে, তাই আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার চেষ্টা করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আমরা সবাই মিলে সুখ-দুঃখ ভাগাভাগি করবো—এটাই আমাদের প্রতিজ্ঞা।”

jn

আরো দেখুনঃ