পাঁচবিবিতে নিজ সম্পত্তি দখলে নিয়ে নিরাপত্তাহীনতায় আনোয়ারা বেগমের পরিবার

‎সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

‎‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের উত্তর ধুরইল গ্রামের আনোয়ারা বেগম তার পৈত্রিক সম্পত্তি দখল নিয়ে নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন করেছেন।

‎রবিবার(২ নভেম্বর ) বিকেলে উপজেলার ফীচকারঘাট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,
‎পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মোঃ সালাউদ্দিন (পিতা-মৃত শামসুল উদ্দিন) দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দেবখন্ডা মৌজার ৬৪৬ দাগের রাস্তা সংলগ্ন তার বাপ-দাদার ১২ শতক পৈত্রিক জমি ভুয়া রেকর্ড সৃষ্টির মাধ্যমে ভোগ দখল করে আসছিলেন।

‎তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো বিচার পাইনি। শেষ পর্যন্ত ২০১৯ সালে আদালতে মামলা দায়ের করতে বাধ্য হই। মামলাটি বর্তমানে বিচারাধীন।”

‎তিনি আরও জানান, “গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা বিভিন্ন সময় চেষ্টা করে গত ৩০ অক্টোবর সেই ১২ শতক জমি পুনরায় দখলে নিই।

‎আমার পরিবারকে প্রতিপক্ষরা নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই কারণেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সবার সামনে তুলে ধরেছি।

‎এ সময় ভুক্তভোগীর সঙ্গে নাতনি মজিদা আক্তার ও নাতি আনসার আলীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

‎অভিযুক্ত মোঃ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। উক্ত জমি আমার ক্রয়কৃত। বরং আমার জমি তারা দখল করে নিয়েছে।

আরো দেখুনঃ