পাঁচবিবিতে নিজ সম্পত্তি দখলে নিয়ে নিরাপত্তাহীনতায় আনোয়ারা বেগমের পরিবার
সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের উত্তর ধুরইল গ্রামের আনোয়ারা বেগম তার পৈত্রিক সম্পত্তি দখল নিয়ে নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার(২ নভেম্বর ) বিকেলে উপজেলার ফীচকারঘাট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন,
পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মোঃ সালাউদ্দিন (পিতা-মৃত শামসুল উদ্দিন) দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দেবখন্ডা মৌজার ৬৪৬ দাগের রাস্তা সংলগ্ন তার বাপ-দাদার ১২ শতক পৈত্রিক জমি ভুয়া রেকর্ড সৃষ্টির মাধ্যমে ভোগ দখল করে আসছিলেন।
তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো বিচার পাইনি। শেষ পর্যন্ত ২০১৯ সালে আদালতে মামলা দায়ের করতে বাধ্য হই। মামলাটি বর্তমানে বিচারাধীন।”
তিনি আরও জানান, “গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা বিভিন্ন সময় চেষ্টা করে গত ৩০ অক্টোবর সেই ১২ শতক জমি পুনরায় দখলে নিই।
আমার পরিবারকে প্রতিপক্ষরা নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই কারণেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সবার সামনে তুলে ধরেছি।
এ সময় ভুক্তভোগীর সঙ্গে নাতনি মজিদা আক্তার ও নাতি আনসার আলীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অভিযুক্ত মোঃ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। উক্ত জমি আমার ক্রয়কৃত। বরং আমার জমি তারা দখল করে নিয়েছে।