সোনাগাজী, (ফনী প্রতিনিধি।।
একটি চুরির মামলায় পাঁচ বছরের সাজা এড়াতে ১৬ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি ফেনীর সোনাগাজীর আবুল কালাম সোহাগের (৪৫)। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের হাবিব উল্যাহর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি চুরির মামলায় আসামির অনুপস্থিতে ২০০৭ সালে নোয়াখালীর আদালত আবুল কালাম সোহাগের পাঁচ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। দেশের বিভিন্ন স্থানে নাম পরিচয় গোপন রেখে সোহাগ আত্মগোপনে ছিলেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো দুটি চুরির মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।
এফআর/অননিউজ