অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই মহারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
কোনো পরিবর্তন ছাড়াই আজ মাঠে নেমেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে যে দলটা খেলেছিল, কিউইদের বিপক্ষেও সেই দলটাই খেলছে।
পাকিস্তান-নিউজিল্যান্ড সেমির কারণে ফিরে এসেছে ১৯৯২ সালের বিশ্বকাপ স্মৃতি। সেবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইমরান খানের পাকিস্তান ঘুরে দাঁড়ায়। সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং ইংল্যান্ডের বিপক্ষে জিতে প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ ঘরে তোলে। এরপর বিশ্বমঞ্চে আরো দুইবার সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড-পাকিস্তান। দুইবারই জয় হয়েছে পাকিস্তানের।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com