পাকিস্তানে সন্ত্রাসী হামলায় এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের ছয় সদস্য নিহত হয়েছেন। গাড়ি নিয়ে রাস্তায় টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তারা নিহত হন বলে দেশটির কর্মকর্তারা জানান। আজ বুধবার এ ঘটনা ঘটে। খবর জিওটিভির।
খাইবার-পাখতুনখোয়া (কেপি) প্রদেশের লাকি মারওয়াত শহর পুলিশের এক মুখপাত্র বলেন, শহরের একটি মেলার কাছে পুলিশ সদস্যরা গাড়িতে করে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় এই হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন এএসআই আলম দ্বীন, কনস্টেবল পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ ও নওয়াজ। ঘটনার পর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের ওই মুখপাত্র বলেছেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা এবং নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকৃত সাহসী কর্মকর্তাদের জাতি স্যালুট জানায়। সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু; সমগ্র পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী প্রাচীর হয়ে থাকবে।
শেহবাজ আরও বলেন, প্রাদেশিক সরকারের উচিত মৃতদের সম্মান ও শহীদ হিসেবে সুযোগ-সুবিধা দেওয়া।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com