পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটারে একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতের সংখ্যা ৩০।
মঙ্গলবার সন্ধ্যায় শাহওয়ানি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি- মেঙ্গল বিএনপি-এম এর সমাবেশে এ ঘটনা ঘটে বলে জিও নিউজ জানিয়েছে।
প্রতিবেদন বলছে, আহতদেরকে কোয়েটা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিএনপি-এম এর ভারপ্রাপ্ত সভাপতি। দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানানো হয়েছে।
হামলার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
একে মানবতার শত্রুদের কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সূত্রঃ independent
আই/অননিউজ২৪।।