পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ডন বলছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল সেক্টর গত এক দশকে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২২ সালে, খাইবার পাখতুনখোয়ায় একটি প্রশিক্ষণ অনুশীলনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট নিহত হয়।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস একটি এয়ারবাস জেট ২০২০ সালে দক্ষিণাঞ্চলীয় শহর করাচির একটি জনাকীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়, এতে ৯৯ জন আরোহীর মধ্যে বেশিরভাগই নিহত হয়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com