পানছড়িতে খামারিদের মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে খামারিদের মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেট ঢাকার আওতায় কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পানছড়ি উপজেলা অডিটরিয়মে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ৩৭ জন কৃষি সম্পৃক্ত প্রশিক্ষনার্থী নিয়ে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ড.আক্কাস আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় খামারি অ্যাপের মাধ্যমে মাটির গুণগত মান, মাটিতে কখন কোন বীজ বপন করলে ফলন ভালো হবে এবং কী পরিমাণ সার দিতে হবে, জমিতে কি পরিমাণ নাইট্রোজেন, অক্সিজেন ও পানির পরিমাণ আছে সেসব সম্পর্কে জানা যাবে। এ অ্যাপের মাধ্যমে আবহাওয়া সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে কৃষক।
অন্যান্যদের মধ্যে আ্যাপ জোনিং প্রকল্পের কনসালটেন্ট মোঃ রিয়াজুল উল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক,বিএআরসি-র সহকারী প্রোগ্রামার নুরে আলম উজ্জল পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা ইব্রাহিম খলিল সহ কৃষক প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ