পানছড়িতে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশের সভাপত্বিতে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম।
মতামত ব্যক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাছান, উপজেলা প্যানেল চেয়াম্যান- চন্দ্রদেব চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা ত্রিপুরা,ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম, ডাঃ অনুতোশ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- বিজয় কুমার দেব, প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন- নজরুল ইসলাম। চোরাচালান রোধে সমন্বিত টাস্কফোর্সের উপর গুরুত্ব আরোপ করেন। সীমান্ত এলাকার চোরাচালান রোধে সভায় স্থানীয় বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ দীর্ঘ ২ মাস যাবৎ পানছড়ি বাজার বর্জন অচলাবস্থা নিরসনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com