খাগড়াছড়িতে সুনামধন্য সামাজিক সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ আগস্ট) সকালে শিক্ষা শান্তি ঐক্য প্রগতি এই চারটি মূল ধারা প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চৌধুরী পাড়াতে হেডম্যান কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আম্রা মারমা সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি স্থায়ী সদস্য ও উপদেষ্টা মংশি মারমা।
মংসানু মারমা(মাস্টার) সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ(বামাঐপ) পানছড়ি শাখা সহ-সভাপতি অংলাপ্রু মারমা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বামাঐপ কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক থৈলাপ্রু মারমা, খাগড়াছড়ি বামাঐপ কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক ও আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা বাবু রুমেল মারমা, বামাঐপ পানছড়ি শাখা সহ সা সম্পাদক কংজরী মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সহ সভাপতি জেলা কমিটি রুমেল মারমা(ম্যাফা), বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ নেতা চাইথোয়াই মারমা, উচিমং মাস্টারসহ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের গন্যমান্য প্রতিনিধিসহ বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।