সাকিব-তামিমের সম্পর্কে চির ধরেছে; এটা পুরনো খবর। এরপর জানা যায়, লাল-সবুজের এই দুই ক্রিকেটার ড্রেসিংরুম ভাগাভাগি করলেও কথা বলেন না একে অপরের সঙ্গে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন-ই বিষয়টি সামনে এনেছিলেন।
তবে ড্রেসিংরুমের ভেতরের খবর গণমাধ্যমে বলায় বিসিবি বসের ওপর নাখোশ হয়েছেন ওয়ানডে দলপতি সাকিব আল হাসান। লাল-সবুজের এই অধিনায়কের ভাষ্য, প্রথমত, এটা পাপন ভাইয়ের অফিশিয়ালি বলা উচিত হয় নাই। অবশ্যই, আমি আমার বাসার কথা মিডিয়াতে বলব না। আমি মনে করি, মিডিয়াতে বলাটা তার একটা ভুল সিদ্ধান্ত ছিল।
তামিমের সঙ্গে সম্পর্ক যে আগের মতো বন্ধুত্বের পর্যায়ে নেই, বিষয়টি স্বীকার করে সাকিব যোগ করেন, ওই সময় কি এটা (কথা না বলা) আমাদের দলের জন্য খারাপ প্রভাব ফেলত? আমার তো কখনো মনে হয়নি। অনেক উদাহরণ আছে (মাঠে কথা বলেছি)। আমার মনে হয় না দলে এটার প্রভাব পড়ত।
এপআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com